স্কলাসটিকায় শেষ হলো বৈশাখী মেলা
স্কলাসটিকা স্কুলে দুদিনের বৈশাখী মেলা শেষ হয়েছে। উৎসবমুখর পরিবেশে গত শুক্র ও শনিবার অনুষ্ঠিত মেলা উপলক্ষে স্কুলের শাখাগুলোকে মুখোশ, ঘুড়ি, পাখির ছবিসহ নানা ধরনের দেশীয় সামগ্রী দিয়ে সাজানো হয়।
এ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, খেলাধুলা, র্যাফল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এ ছাড়া ছিল ঐতিহ্যবাহী দেশীয় তৈজসপত্র ও খাবার-দাবারের স্টল।
অধ্যক্ষ ব্রিগেডিয়ার (অব.) কায়সার আহমেদের নেতৃত্বে উত্তরা সিনিয়র শাখার শোভাযাত্রা ক্যাম্পাস থেকে শুরু হয়ে জসিমউদ্দিন রোড ঘুরে আসে।
দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ-গান, আবৃত্তি, নাটক ও গীতি-আলেখ্য পরিবেশন করা হয়। এতে অংশ নেয় নুরাইন, আরিয়ানা, আদ্রিতা, তাজওয়ার, রেইভেন, রাইনেল, ইসরাত, শামজিদ, সাদমান, আবরারসহ বিভিন্ন শ্রেণির ছাত্রছাত্রীরা। এ ছাড়া শিক্ষক-অভিভাবকরাও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।
মিরপুরে সিনিয়র শাখায় দিনব্যাপী একই অনুষ্ঠানমালা শুরু হয় শোভাযাত্রার মধ্য দিয়ে। এতে শাখাপ্রধান ফারাহ্ সোফিয়া আহমেদের নেতৃত্বে ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মকর্তা ও অভিভাবকরা বাঁশ, বেত ও কাগজের বিভিন্ন কারুকর্ম ও ঢাকঢোল আর মুখোশখচিত প্ল্যাকার্ড সহকারে অংশ নেন।

শুক্লা রানী রায় ও নজরুল ইসলামের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকরা অংশ নেন। এ ছাড়া স্কুলের গুলশান, ধানমণ্ডি ও উত্তরা জুনিয়র শাখায় নতুন বছরকে বরণ করে নিতে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
এসব অনুষ্ঠানে বিপুলসংখ্যক ছাত্রছাত্রীর পাশাপাশি শিক্ষক ও অভিভাবকরা অংশ নেন।

ফিচার ডেস্ক