গাছ থেকে পড়ে গুরুতর আহত রাবি শিক্ষার্থী
নারিকেল গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহীদ হবিবুর রহমান হলের সামনে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম জার্জিজ হোসেন। তিনি সমাজকর্ম বিভাগের মাস্টার্সের ছাত্র। থাকেন শহীদ সোহরাওয়ার্দী হলের ৪৫৯ নম্বর কক্ষে। তাঁর গ্রামের বাড়ি রাজশাহীর দুর্গাপুরে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বন্ধুরা মিলে শহীদ হবিবুর রহমান হলের সামনের নারিকেল গাছ থেকে ডাব পাড়তে যান। ওই সময় গাছে ওঠেন জার্জিজ। কিন্তু গাছে ওঠার কিছুক্ষণের মধ্যেই তিনি নিচে পড়ে যান। এতে তাঁর দুই পা ভেঙে যায়, মাথায় সৃষ্টি হয় বড় ক্ষতের। গুরুতর অবস্থায় অ্যাম্বুলেন্সে করে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাদ্দাম হোসাইন বলেন, জার্জিস হোসেনকে গুরুতর আহত অবস্থায় রামেকের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। কিন্তু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সিট ফাঁকা না থাকায় তাঁকে রাজশাহীর বনপাড়ার আমেনা হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন বলেন, জার্জিসকে আমেনা হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়েছে। সিটি স্ক্যান করা হয়েছে। এখন রক্ত দেওয়া হচ্ছে। তাঁর মাথায় আঘাতটা খুব বেশি না হলেও পায়ের অবস্থা গুরুতর।

রাবি সংবাদদাতা