রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৮২ শিক্ষার্থী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি যুদ্ধ শুরু হয়েছে। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিজ্ঞান শাখাভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এই ভর্তি প্রক্রিয়া শুরু হয়। এ ইউনিটে প্রতিটি আসনের বিপরীতে গড়ে ৮২ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৩টা থেকে ৪টা—এই দুই শিফটে রাজশাহীসহ দেশের পাঁচটি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, সকাল ১০টার আগে থেকেই শিক্ষার্থী ও অভিভাবকেরা নির্ধারিত কেন্দ্রের সামনে ভিড় করতে শুরু করেন। সকাল সাড়ে ১০টায় কড়া তল্লাশির মধ্য দিয়ে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেন। পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহনে কঠোর নিষেধাজ্ঞা জারি করা ছিল।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘সি’ ইউনিটটি মোট সাতটি অনুষদের অধীনে ২৬টি বিভাগ নিয়ে গঠিত। এ বছর এই ইউনিটে মোট আসন রয়েছে এক হাজার ৫৩৬টি। এর মধ্যে বিজ্ঞান শাখার জন্য এক হাজার ৪৯৬টি এবং অবিজ্ঞান শাখার জন্য ৪০টি আসন বরাদ্দ।
এ বছর ‘সি’ ইউনিটে মোট আবেদন পড়েছে এক লাখ ২৬ হাজার ২২৫টি। যার মধ্যে এক লাখ ২০ হাজার ৮৩৮ জন বিজ্ঞান বিভাগের এবং পাঁচ হাজার ৩৮৭ জন অন্যান্য বিভাগের শিক্ষার্থী। সেই হিসাবে প্রতিটি আসনের জন্য ৮২ জন ভর্তিচ্ছু লড়াই করছেন।
শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ লাঘবে এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হচ্ছে। এ বছর বিশ্ববিদ্যালয়ের সব ইউনিট মিলিয়ে মোট চার হাজার ১৭টি আসনের বিপরীতে দুই লাখ ৭২ হাজার ৬২৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
আগামীকাল শনিবার (১৭ জানুয়ারি) মানবিক শাখাভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবু ছালেহ শোয়েব, রাবি প্রতিবেদক