প্রক্টরের পদত্যাগ দাবিতে জাবিতে ধর্মঘট
দায়িত্বে অবহেলার অভিযোগে প্রক্টর ড. তপন কুমার সাহার পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলছে ধর্মঘট।
আজ বুধবার ক্যাম্পাসে সর্বাত্মক ধর্মঘট পালন করছে প্রগতিশীল ছাত্রজোট, সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট্সহ কয়েকটি সংগঠন।
ধর্মঘটের শুরুতে সকালে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা বিভিন্ন বিভাগের সামনে অবস্থান নেয়। ধর্মঘটের ফলে বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষা। ক্যাম্পাস থেকে ছেড়ে যায়নি কোনো গাড়ি।
এ বিষয়ে জানতে চাইলে জাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল বলেন, ‘প্রক্টরের দায়িত্বে অবহেলা ও নির্দেশে হামলার ঘটনা ঘটেছে। তাই আমরা প্রক্টরের পদত্যাগ দাবি করছি। প্রক্টর পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
এর আগে প্রক্টর তপন কুমার সাহার পদত্যাগের দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল করে প্রগতিশীল ছাত্রজোট, সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য ও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপাচার্য ভবনের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয় উপাচার্য ফারজানা ইসলামের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা চালিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সবুজসংকেত ছাড়া এ ধরনের কোনো হামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটতে পারে না। এ ঘটনার সময় প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা কর্মকর্তারা নীরব ভূমিকায় ছিলেন, যা তাঁদের দায়িত্বে অবহেলার নামান্তর। এমন অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছাত্রদের নিরাপত্তা দিতে সর্বতোভাবে ব্যর্থ হয়েছেন। এ জন্য প্রক্টরকে পদত্যাগ করতে হবে।

জাহিদুর রহমান