জাবির ডিন নির্বাচনে আওয়ামীপন্থীদের জয়-জয়কার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ডিন নির্বাচনে আওয়ামী লীগপন্থী শিক্ষকরা নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। নির্বাচনে বিএনপিপন্থী শিক্ষকদের ব্যাপক ভরাডুবি ঘটেছে।
আজ মঙ্গলবার বিকেলে শিক্ষক ক্লাবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের ডিন নির্বাচনে আওয়ামী লীগপন্থী শিক্ষকরা চারটিতেই জয়ী হয়েছেন। অপরদিকে বিএনপিপন্থী শিক্ষকদের প্যানেল ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ এবং আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ এবং বামপন্থী শিক্ষকদের প্যানেল ‘প্রগতিশীল জোট’ থেকে কেউই জয় লাভ করতে পারেননি। তবে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে একজন ডিন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের প্যানেল ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ থেকে নির্বাচিতরা হলেন গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার, সমাজবিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের অধ্যাপক আমির হোসেন, জীব বিজ্ঞান অনুষদের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আবদুল জব্বার হাওলাদার এবং বিজনেস স্টাডিজ অনুষদে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক নীলাঞ্জন কুমার সাহা।
এদিকে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলা ও মানবিকী অনুষদের ডিন নির্বাচিত হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. মোজাম্মেল হক।
এর আগে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৪৫৯ ভোটারের মধ্যে সর্বমোট ৪৪০ জন শিক্ষক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

জাবি সংবাদদাতা