হরতাল প্রতিবাদে ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ
জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এ বিক্ষোভ মিছিল বের করে ছাত্র লীগ। মিছিলটি ক্যাম্পাস ঘুরে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। ঢাবি শাখা এই প্রতিবাদ মিছিলের আয়োজন করে। মিছিল শুরু হওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মধুর ক্যান্টিনে এসে জড়ো হয়।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়ার প্রতিবাদে এ হরতাল ডাকে জামায়াত।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘জামায়াতের ডাকা অবৈধ হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে। মহান মুক্তিযদ্ধের সময় নিজামী আলবদর বাহিনীর প্রধান ছিলেন। তাঁর নেতৃত্বে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। কোনো ষড়যন্ত্রই তাঁকে রক্ষা করতে পারেনি। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে যুদ্ধাপরাধীদের দণ্ডাদেশ কার্যকর করা হয়েছে।’ দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, ‘নিজামী ছিলেন আত্মস্বীকৃত রাজাকার। আলবদর বাহিনীর প্রধান কমান্ডার। তিনি এক চিঠিতে লিখেছেন তাঁর কৃতকর্মের জন্য অনুতপ্ত নন। নিজামীর ফাঁসির পর পাকিস্তানের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হচ্ছে। অবিলম্বে পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে। অন্যথায় ছাত্র সমাজ বসে থাকবে না। জামায়াতের কোনো হরতাল এ দেশে চলবে না। জনগণ প্রমাণ করে দিয়েছে তারা হরতাল মানে না।’ সব রাজাকারের রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এরশাদুর রহমান চৌধুরী, কাজী এনায়েত, সৈয়দ আশিকুর রহমান ও দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা।
গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে নিজামীর মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়। মুক্তিযুদ্ধের সময় পাবনায় গণহত্যা, ধর্ষণ ও বুদ্ধিজীবী হত্যার দায় প্রমাণিত হয় তাঁর বিরুদ্ধে।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা