কলেজিয়েট প্রোগ্রামিংয়ের ফাইনালে যাচ্ছে দেশের তিন বিশ্ববিদ্যালয়
বিশ্বের বিভিন্ন দেশের ১২৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (এসিএম-আইসিপিসি) ওয়ার্ল্ড ফাইনালে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশের তিনটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।
আগামী ১৫ থেকে ২০ মে বৃহত্তম কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএমের পৃষ্ঠপোষকতায় থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত হতে যাওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
জাবি থেকে অংশগ্রহণকারী ‘জেইউওএনকিউব’ দলের সদস্যরা হলেন— নিলয় দত্ত, রায়হাত জামান ও মো. নাফিস সিদ্দিকী। এ দলের কোচ হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কে এম আক্কাস আলী।
শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারী ‘ডাউন টু দ্য ওয়ার’ দলের সদস্যরা হলেন—ধনঞ্জয় বিশ্বাস, আবদুল্লাহ আল মারুফ ও সাকিবুল মওলা। কোচ হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. সাইফুল ইসলাম।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারী ‘এনএসইউ বাগ লার্ভাস’ দলের সদস্যরা হলেন—হাসিব আল মুহাইমিন, আহমাদ ফাইয়াজ ও মোহাম্মাদ সামিউল ইসলাম। কোচ হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. সাজ্জাদ হোসাইন।
প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনালে অংশ নেওয়ার আগে অংশগ্রহণকারী দেশগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে যারা ভালো করে, তারাই ফাইনালে অংশগ্রহণের সুযোগ লাভ করে।
একেক বছর একেক দেশে এ প্রতিযোগিতার ভেন্যু নির্ধারিত হয়। এসিএম-আইসিপিসির এবারের প্রতিযোগিতার হোস্ট হিসেবে থাকছে থাইল্যান্ডের ফুকেটে অবস্থিত প্রিন্স সংকলা বিশ্ববিদ্যালয়।
গত বছর মরক্কোতে অনুষ্ঠিত হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিশ্ববিদ্যালয় অংশগ্রহণের সুযোগ লাভ করেছিল। ওই প্রতিযোগিতায় শাহাজালাল বিশ্ববিদ্যালয় ৫৪তম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৫৯ তম স্থান অধিকার করে।

জাবি সংবাদদাতা