ইবির হলে তল্লাশি, মিলল শুধু দুটি ব্যানার
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হলে আজ বুধবার দুপুরে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ। বহিরাগত রয়েছে এমন সন্দেহে এ তল্লাশি চালানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশে প্রক্টর ড. মাহবুবুর রহমান ও পুলিশ যৌথভাবে বহিরাগত প্রবেশ সন্দেহে সাদ্দাম হলে তল্লাশি অভিযান চালায়। সাদ্দাম হলের বিভিন্ন কক্ষ তল্লাশি করার পরও কোনো বহিরাগত পায়নি। তল্লাশির পর পাওয়া দুটি ব্যানার জব্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সাদ্দাম হলের প্রাধ্যক্ষ ড. আশরাফুল আলম বলেন, ‘বহিরাগত প্রবেশ ও অস্ত্র থাকতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপাচার্যের নির্দেশে আমরা হলে তল্লাশি করেছি। কিন্তু তল্লাশির পর বহিরাগত ও অস্ত্র কোনোটিই পাওয়া যায়নি।’
প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, ‘বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে আমরা সাদ্দাম হলে তল্লাশি চালিয়েছি। কিন্তু তেমন কিছু পাওয়া যায়নি।’

ইবি সংবাদদাতা