কুবিতে ৬ শিক্ষার্থীকে ফোবানা স্কলারশিপ প্রদান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছয়জন শিক্ষার্থীকে প্রথমবারের মতো স্কলারশিপ প্রদান করেছে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)।
আজ রোববার (১১ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মনোনীত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক হস্তান্তর করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, ফোবানার সাবেক চেয়ারম্যান রেহান রেজা ও ফোবানার উপদেষ্টা গোলাম ফারুক ভুঁইয়া। এ সময় ফোবানার বিভিন্ন কর্মকর্তা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- গণিত বিভাগের তামান্না আক্তার, ইংরেজি বিভাগের অলিউল্লাহ, লোকপ্রশাসন বিভাগের মো. ইহসানুল হক সাকিব, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের মো. ইয়াসিন মিয়া, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের মো. আব্দুল্লাহ আল নোমান ও আইন বিভাগের মোহাম্মদ হাবিবুল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের কখনও নিজেদের ছোট করে দেখার প্রয়োজন নেই। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তারাই অন্যদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেবেন এবং সমাজের কল্যাণে ভূমিকা রাখবেন।
ফোবানার উপদেষ্টা গোলাম ফারুক ভুঁইয়া বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই ফোবানা এ ধরনের উদ্যোগ নিয়ে থাকে। এটি ফোবানার প্রথম প্রকল্প নয় উল্লেখ করে তিনি জানান, সংগঠনটি নিয়মিতভাবে নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে বিনামূল্যে চক্ষু অপারেশন কর্মসূচিও রয়েছে।
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান ফোবানা পরিবার ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের আর্থ-সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত থাকা প্রয়োজন। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যতে সফল হয়ে দেশ ও সমাজের প্রতি তাদের দায়িত্ব পালনের মাধ্যমে এই সহায়তার যথাযথ প্রতিদান দিতে হবে।
উল্লেখ্য, ফোবানা উত্তর আমেরিকার বাংলাদেশি অ্যাসোসিয়েশনগুলোর একটি ফেডারেশন, যা ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।

ফরহাদ হিমু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়