জাবি সাংবাদিকদের সিনেট অধিবেশন অবরোধ স্থগিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৫তম সিনেট অধিবেশন অবরোধের কর্মসূচি স্থগিত করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।
‘রোববার জরুরি সিন্ডিকেট ডেকে সাংবাদিক মারধরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’ উপাচার্যের এমন আশ্বাসে আজ অনুষ্ঠিতব্য ওই অবরোধ স্থগিত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জাবি প্রতিনিধি শফিকুল ইসলামের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য গতকাল শুক্রবার রাতে উপাচার্যকে স্মারকলিপি দেন সাংবাদিকরা।
স্মারকলিপিতে আজ শনিবার দুপুর ১টার মধ্যে ব্যবস্থা না নিলে সিনেট অধিবেশন অবরোধের আলটিমেটাম দেন তাঁরা। আজ দুপুর ১২টার দিকে এ বিষয়ে আলোচনার জন্য সাংবাদিক প্রতিনিধিদের নিজ বাসভবনে ডাকেন উপাচার্য। আলোচনায় রোববার সকাল ১০টায় জরুরি সিন্ডিকেট ডেকে জড়িতদের বিরুদ্ধে উপাচার্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন সাংবাদিক প্রতিনিধিদের। একই সঙ্গে অবরোধ প্রত্যাহারের জন্যও অনুরোধ করেন তিনি।
উপাচার্যের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ দুপুর দেড়টায় অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা করেন সাংবাদিকরা। দুপুর আড়াইটা থেকে সিনেট অধিবেশন শুরু হয়।
গত ৮ জুন এক নারী অপহরণকারীকে বাঁচানোর চেষ্টায় বাধা দেওয়ায় বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমের জাবি প্রতিনিধি শফিকুল ইসলামকে বেধড়ক পিটিয়ে আহত করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। হামলার ১৭ দিনেও তাঁদের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাবি সংবাদদাতা