ইবি খুলছে কাল, ক্লাস শুরু সোমবার
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন, পবিত্র রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ৪৭ দিনের ছুটি শেষে আগামীকাল শনিবার থেকে প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। এ ছাড়া পরদিন রোববার সকাল ৯টায় শিক্ষার্থীদের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে এবং সোমবার থেকে ক্লাস-পরীক্ষা যথারীতি চলবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আবদুল লতিফ এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছুটি শেষে আগামীকাল প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। সোমবার থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে।
গ্রীষ্মকালীন, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ১ জুন থেকে ইবির একাডেমিক কার্যক্রম ছুটি থাকলেও রমজান মাসে প্রশাসনিক কার্যক্রম চালু ছিল।

ইবি সংবাদদাতা