ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) বিকাল সাড়ে ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ রোববার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের ঢাকার বাইরের যেসব পরীক্ষার্থীর আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর ঢাকায় অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রয়েছে এবং এ কারণে পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করা প্রয়োজন, তারা কেন্দ্র পরিবর্তনের সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীরা আজ রোববার (২১ ডিসেম্বর) বিকাল ৫টা থেকে ২৩ ডিসেম্বর রাত ১২টার মধ্যে অনলাইনে আবেদনের মাধ্যমে ঢাকায় কেন্দ্র পরিবর্তনের অনুরোধ জানাতে পারবেন।
আবেদনের জন্য শিক্ষার্থীদের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আবেদন প্রক্রিয়ার সময় অনলাইন ফরমের সঙ্গে অবশ্যই এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এবং সংশ্লিষ্ট অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের কপি আপলোড করতে হবে।

এনটিভি অনলাইন ডেস্ক