পরীক্ষার্থী বেড়েছে কারিগরি বোর্ডে
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে। একই সঙ্গে বেড়েছে জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা।
আজ বৃহস্পতিবার চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হয়। সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফল-সংক্রান্ত তথ্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
চলতি বছরে কারিগরি বোর্ডে পাসের হার ৮৪ দশমিক ৫৭ শতাংশ।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার এক লাখ দুই হাজার ২৪৮ জন পরীক্ষায় অংশ নেয়। গত বছর এ সংখ্যা ছিল ৯৮ হাজার ২৯৬ জন। গত বছরের তুলনায় এবার তিন হাজার ৯৫২ জন বেশি অংশ নিয়েছে ওই পরীক্ষায়।
চলতি বছর ওই পরীক্ষায় পাস করেছে ৮৬ হাজার ৪৬৯ জন। গত বছর এ সংখ্যা ছিল ৮৪ হাজার ১২৫ জন।
কারিগরি বোর্ডে এবার জিপিএ ৫ পেয়েছে ছয় হাজার ৫৮৭ জন। গত বছরের তুলনায় এবার ১৫৭ জন বেশি জিপিএ ৫ পেয়েছে।
বিদেশ কেন্দ্রের তথ্য
দেশের বাইরে সাতটি প্রতিষ্ঠানের মাধ্যমে ২৪৮ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। উত্তীর্ণ হয়েছেন ২৩২ জন। পাসের হার ৯৩ দশমিক ৫০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ৫৩ জন।