ইবিতে জঙ্গিবিরোধী শোভাযাত্রা
দেশব্যাপী জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।
আজ শনিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, ২৫টি বিভাগ, সাতটি আবাসিক হল পৃথক পৃথক ব্যানারে অংশ নেয়।
দিনব্যাপী কর্মসূচির শুরুতে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর রাশিদ আসকারীর নেতৃত্বে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী শোভাযাত্রা প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ’ শীর্ষক এক আলোচনা সভায় মিলিত হয়।
অধ্যাপক ড. সাইদুর রহমান ও ড. আরমিন খাতুনের যৌথ সঞ্চালনায় আলোচনা সভাটির সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর-রাশিদ আসকারী, বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা এবং রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।
এ ছাড়া ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিজানুর রহমান, শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিনসহ শিক্ষক সংগঠন, ছাত্র-সংগঠন, ২৫টি বিভাগ ও সাতটি আবাসিক হলের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর রাশিদ আসকারী বলেন, ‘সকলের অংশগ্রহণ এবং এই ব্যাপক আয়োজন আজকে প্রমাণ করল ইসলামী বিশ্ববিদ্যালয় সন্ত্রাসকে না বলে দিয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় শান্তির বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় সম্প্রীতির বিশ্ববিদ্যালয়। আমরা জানি ইসলামকে কলুষিত করতে একটা আন্তর্জাতিক চক্র কাজ করছে। একটা ভয়ঙ্কর প্রোপাগান্ডা ইসলামকে অশান্তির ধর্ম প্রমাণ করতে দিনরাত কাজ করে আসছে। সারা দেশে জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে উঠেছে। গুলশান ও শোলাকিয়ার জঙ্গি হামলার পর কোনো স্থানে জঙ্গিবাদী হামলা মাথা তুলে দাঁড়ানোরও কোনো সুযোগ পায়নি।’
উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান বলেন, ‘আজকে যে শোভাযাত্রা হয়েছে এর আগে এত বড় শোভাযাত্রা কখনো হয়নি। এর অর্থই হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্য জঙ্গি ও সন্ত্রাসকে ঘৃণা করে।’
রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, ‘বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আজকে সারা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে নানা কর্মসূচি হচ্ছে। সেই আলোকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমরা শোভাযাত্রা ও আলোচনা সভা করছি। স্বতঃস্ফূর্তভাবে আমরা সকলেই এই শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশগ্রহণ করেছি। আমরা জঙ্গিবাদ চাই না, জঙ্গিবাদ নিপাত যাক।’
কোষাধ্যক্ষ ড. সেলিম তোহা বলেন, ‘শোভাযাত্রায় হাজার হাজার মানুষের অংশগ্রহণই প্রমাণ করে জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে আমরা সকলেই ঐক্যবদ্ধ আছি। ভবিষ্যতেও থাকব।’
আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয় থিয়েটারের আয়োজনে কেন্দ্রীয় অডিটোরিয়ামে জঙ্গিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয় থিয়েটারের নাট্যকর্মীরাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
এ ছাড়া আজ বিশ্ববিদ্যালয়ের সাতটি আবাসিক হলে দিনব্যাপী পৃথক পৃথকভাবে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইবি সংবাদদাতা