মেধাবী শিক্ষার্থীদের সাহায্য করার আহ্বান
আর্থিকভাবে দুর্বল মেধাবী শিক্ষার্থীদের অর্থ দিয়ে সাহায্য করতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ডের উদ্যোগে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে আ আ ম স আরেফিন সিদ্দিক এ আহ্বান জানান।
অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ডের পক্ষ থকে ২০ লাখ টাকার চেক তুলে দেন উপাচার্যের হাতে। এ সময় তিনি বলেন, ২০১২ সাল থকে আইএফআইসি ব্যাংক এ অনুদান দিয়ে আসছে। এ বছর এ ফান্ডে ২০ লাখ টাকা বাড়িয়ে তা ৫০ লাখ টাকা করা হয়েছে, আগামীতে এক কোটি টাকার ফান্ড করারও পরিকল্পনা আছে। এ বছর গবেষণায় দুজন শিক্ষককে ২৫ হাজার টাকা করে এবং আটজন শিক্ষার্থীকে ১৬ এবং ১০ হাজার টাকা করে এবং আরো আটজন শিক্ষার্থীর প্রতিজনকে ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

নিজস্ব প্রতিবেদক