পর্যটন দিবস উপলক্ষে ঢাবিতে শোভাযাত্রা
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আজ মঙ্গলবার একটি শোভাযাত্রা বের করা হয়। ছবি : এনটিভি
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটি শোভাযাত্রা বের করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে ঢাবির বিজনেস স্টাডিজ অনুষদের সামনে শোভাযাত্রাটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
‘সকলের জন্য পর্যটন : সর্বজনীন পর্যটনের অভিগম্যতা’ শীর্ষক প্রতিপাদ্যে শোভাযাত্রাটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ ড. কামাল উদ্দীন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাকের আহমেদ, বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আফজাল হোসেন, সহকারী অধ্যাপক মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া প্রমুখ।
শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্য, টিএসসি হয়ে শেষ হয়।

ঢাবি সংবাদদাতা