সড়ক অবরোধ করে শাহবাগ মোড়ে জুতাচুরি খেলছেন শিক্ষার্থীরা
সময় বিকেল সাড়ে তিনটা। শাহবাগ মোড় আটকে শিক্ষার্থীরা কোটাবিরোধী আন্দোলন করছেন। স্লোগান আর গানে গানে মুখরিত এ মোড়ের কিছু নারী শিক্ষার্থী জুতাচুরি খেলা করছেন। তারা তাদের অনেকগুলো জুতা বিছিয়ে মজার ছলে এ খেলাটি করছেন।
জুতা চুরির এ খেলাটি তাদের সহপাঠী ও কোটাবিরোধীরা দেখছেন এবং উপভোগ করছেন। আশপাশে ইউটিউবারসহ গণমাধ্যমকর্মীরাও খেলাটি দেখছেন। ভিডিও করছেন।
খেলা প্রসঙ্গে জানতে চাইলে শারমিন নাহার নামের এক শিক্ষার্থী বলেন, আমরা সকাল থেকে এখানে আন্দোলন করছি। এখন বিকেল হয়ে এসেছে। রাস্তায় স্লোগান দিচ্ছি আমরা। মাঝে মনে হলো খেলা করি, সময় কাটাই। নিছক বিনোদনের জন্য খেলাটি করছি আমরা।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা দুই পক্ষে ভাগ হয়ে এ খেলাটি খেলছেন। এক পক্ষ যেভাবেই হোক জুতা চুরি করে আনার চেষ্টা করছেন। আরেকপক্ষ যেকোনোভাবে চেষ্টা করছেন তাদের জুতা নিয়ে দৌঁড়ানো আটকাতে। জুতা চুরি করতে গিয়ে তাকে কেউ স্পর্শ করলেই জুতা চুরিতে ডিসকোয়ালিফাইড ঘোষণা করা হচ্ছে৷ আর স্পর্শ ছাড়াই জুতা নিয়ে যেতে পারলেই তিনি বিজয়ী।