এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুতে ফের সড়ক অবরোধ
দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীরা দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক সড়কের ঘুঘুরাতলী মোড়ে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করা হয়। এতে আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সংহতি জানিয়ে অংশ নেয়। অবরোধের ফলে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা দিনের বেলা ট্রাক্টর চলাচল বন্ধ ও দুর্ঘটনার জন্য দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
এর আগে গত সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ইসবপুর ইউনিয়নের দক্ষিণ নগর ক্লাব মোড় এলাকায় একটি ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে শিক্ষার্থীদের বহনকারী একটি অটো চার্জারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চিরিরবন্দর থেকে আসা ট্রাক্টরটির সঙ্গে সংঘর্ষে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে থাকা বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে ১৬ বছর বয়সী এসএসসি পরীক্ষার্থী খালিদ মোহাম্মদকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর গতকাল মঙ্গলবার শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। পরে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়। তবে দাবির বাস্তব অগ্রগতি না হওয়ায় আজ আবারও তারা রাজপথে নামে।
চিরিরবন্দর থানার তদন্ত কর্মকর্তা মো. আহসান হাবিব জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি জব্দ করে থানায় আনা হয়েছে। পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত ও আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)