ধর্ষকদের শাস্তির দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

মাগুরার ৮ বছরের শিশুসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (৮ মার্চ) দিনগত রাত ২টার দিকে নজরুল বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হল থেকে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্য, জয় বাংলা ভাস্কর্য ও সকল আবাসিক হল প্রদক্ষিণ করে।
এসময় শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট’, ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘ফাঁসি চাই ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’, ‘আমার বোন ধর্ষিত কেনো, ইন্টেরিম জবাব দে’, ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দেশে নারী ও শিশুদের নিরাপত্তা নেই। একটার পর একটা ধর্ষণের ঘটনা ঘটছে, কিন্তু বিচার হচ্ছে না। আমরা আর এই বিচারহীনতা চাই না। ধর্ষকদের এমন বিচার করতে হবে যেন বাংলার জমিনে আর কোনো ব্যক্তি এই কাজ করতে সাহস না পায়।
দাবি আদায় না হলে আরও বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।