জাতীয় বিশ্ববিদ্যালয়ে করোনা প্রতিরোধে নতুন নির্দেশনা
করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে অফিসে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারের অফিসে প্রবেশের আগে অবশ্যই মাস্ক পরতে হবে।
আদেশে আরও বলা হয়েছে, দাপ্তরিক সভাগুলো জুম অ্যাপসের মাধ্যমে অনলাইনে আয়োজন করতে হবে। দপ্তরের বাইরে তিনজনের অধিক একত্রে অবস্থান করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
কোনো ব্যক্তির করোনা উপসর্গ দেখা দিলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সার্ভিসেস দপ্তর অথবা আইইডিসিআরের হটলাইন নম্বরে (০১৪০১-১৯৬২৯৩) যোগাযোগ করে কোভিড পরীক্ষা করাতে হবে এবং তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ে আসা সেবা গ্রহীতাদের মাস্ক পরিধান করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে সেবা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
ভাইস-চ্যান্সেলরের নির্দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এই অফিস আদেশটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)