বেরোবিতে শহীদ আবু সাঈদের নামে ৩ স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে তার নামে তিনটি স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে ‘আবু সাঈদ তোরণ ও মিউজিয়াম’, ‘শহীদ আবু সাঈদ স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ এবং পার্কের মোড়ে ‘শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, পানি সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এসব স্থাপনা আগামী প্রজন্মকে শহীদ আবু সাঈদের ত্যাগ ও প্রতিবাদী চেতনার সঙ্গে পরিচয় করিয়ে দেবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, শহীদের পরিবারের সদস্য এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।