পরিস্থিতি এখনো থমথমে, ড্যাফোডিলের ক্লাস-পরীক্ষা স্থগিত
ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখনো থমথমে সাভারের খাগান এলাকা। স্বাভাবিক হয়নি জনজীবন। ভয় আর আতঙ্কে খোলেনি বন্ধ দোকান পাট।
উদ্ভূত পরিস্থিতিতে আগামী ৪ নভেম্বর পর্যন্ত সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে নিরাপত্তার শঙ্কায় মঙ্গলবার সকাল ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবাল।
এদিকে রোববার রাতের সহিংসতা অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষ থানায় অভিযোগ করেনি বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
সিটি ইউনিভার্সিটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান বলেছেন, নারকীয় তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সিটি ইউনিভার্সিটি। তার ওপর শিক্ষার্থীদের মধ্যে রয়েছে নিরাপত্তার লঙ্কা। এসব বিষয়ের মাথায় রেখেই ৪ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের ঊর্ধ্বতন সহকারী পরিচালক আনোয়ার হাবিব কাজল বলেছেন, ঘটনা সুপরিকল্পিত। ড্যাফোডিলের শিক্ষার্থীদের জিম্মি করে তাদের কাছ থেকে কথিত স্বীকারোক্তি আদায়ের মাধ্যমে সেই বিষয়টি আমরা নিশ্চিত করেছি।
শিক্ষার্থীদের জিম্মি করে জোরজবরদস্তিমূলক জবানবন্দি এবং ঘটনার নেপথ্যের বিষয়ে অবস্থান জানাতে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সাথে কথা বলতে দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত রোববার রাতে থুতু ফেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ শতাধিক আহত হয়। হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় সিটি ইউনিভার্সিটিতে। পুড়িয়ে দেওয়া হয় যানবাহনসহ গুরুত্বপূর্ণ একাডেমিক নথিপত্র। ধ্বংসস্তূপে পরিণত হয় ক্যাম্পাসের একাডেমিক ভবন।

জাহিদুর রহমান