বিশেষ শিশুদের পাশে সানরাইজ অটিজম কেয়ার স্কুল, পা রাখল দ্বিতীয় বর্ষে
এটি কোনো সাধারণ স্কুল নয়, অটিজম আক্রান্ত শিশুদের বিশেষ শিক্ষার জন্য তাদের পথচলা। আজ তার এক বছর পূর্ণ হলো। এক বছরের এই যাত্রায় প্রতিষ্ঠানটি অটিজম আক্রান্ত শিশুদের জন্য তৈরি করেছে সুরক্ষিত ও সহানুভূতিশীল পরিবেশ, যেখানে শিশুরা বিশেষ শিক্ষাগ্রহণের মাধ্যমে নিজেকে প্রকাশ করতে সক্ষম হচ্ছে।
স্কুলটির নাম সানরাইজ অটিজম কেয়ার স্কুল অ্যান্ড থেরাপি সেন্টার। প্রথম বর্ষপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ভবিষ্যৎ সমৃদ্ধ করতে নানা দিক তুলে ধরে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামসুল হক খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মাহাবুবুর রহমান মোল্লা। আরও উপস্থিত ছিলেন অভিনেতা আরফান আহমেদ, এনটিভির নির্বাহী প্রযোজক সোহেল হক, সমাজতত্ত্ববিদ ড. মোহাম্মাদ গোলাম নবী মজুমদার, সানরাইজ অটিজম কেয়ার স্কুলের উপদেষ্টা ও সাংস্কৃতিক সংগঠক ওমর ফারুক হিরো প্রমুখ।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক রেজওয়ানা আলী জিশা জানান, অটিজম আক্রান্ত শিশুদের জন্য আমাদের স্কুলটি বিশেষভাবে পরিচালিত। আমরা শুধু শিক্ষার ক্ষেত্রেই তাদের সহায়তা করছি না বরং থেরাপি, সামাজিক দক্ষতা এবং ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে তাদের উপযুক্ত সেবা প্রদান করছি। আমাদের এক বছরের এই যাত্রায় আমরা একটি ভালো ফলাফল পেয়েছি, কিন্তু এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।
অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার একটি উন্নয়নগত অবস্থা যা শিশুর ভাষা, সামাজিক সম্পর্ক এবং আচরণকে প্রভাবিত করতে পারে। অনেক অটিস্টিক শিশুদের জন্য বিশেষ শিক্ষা, থেরাপি এবং মনস্তাত্ত্বিক সহায়তা প্রয়োজন, যাতে তারা সমাজে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে। সানরাইজ অটিজম কেয়ার স্কুল অ্যান্ড থেরাপি সেন্টার তাদের মেধা এবং বিশেষ চাহিদাগুলোর প্রতি মনোযোগ দিয়ে শিক্ষার্থীদের যথাযথ উন্নয়ন সাধন করতে কাজ করে যাচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক