জাবির ভর্তি পরীক্ষায় ঢাকা থেকে বিশেষ বাস সার্ভিস
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে ঢাকা-আরিচা মহাসড়কে যানজট ও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে পুলিশ। এ ছাড়া যাতায়াত নির্বিঘ্ন করতে প্রতি ঘণ্টায় ঢাকার আসাদগেট থেকে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেট পর্যন্ত বাস সার্ভিস চালু করা হয়েছে।
আজ শনিবার (২০ ডিসেম্বর) পরিবহন অফিস থেকে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকদের ক্যাম্পাসে বাতায়াতের সুবিধার্থে আসাদগেট থেকে দ্বিতল বাসের ব্যবস্থা করা হয়েছে।
আসাদগেট থেকে সকাল ৭টা, ৯টা ও বেলা ১১টায় একটি করে দ্বিতল বাস ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যাবে। একইভাবে ক্যাম্পাস থেকে বেলা ১১টা৪৫ মিনিটে, বিকেল ৩টা ১৫ মিনিটে ও সন্ধ্যা ৬টায় একটি করে দ্বিতল বাস আসাদগেটে ফিরে যাবে। উক্ত বাসে যাতায়াতকারীদের জনপ্রতি ৫০ টাকা করে ভাড়া প্রদান করতে হবে।
উল্লেখ্য, আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তিযুদ্ধে নামছেন শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষায় সাতটি ইউনিটের ১ হাজার ৮৪২ টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২ লাখ ১৯ হাজার ৩৯৯টি। এবার প্রতি আসনের জন্য লড়বেন ১১৯ জন শিক্ষার্থী।

আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়