কুবিতে ভর্তি পরীক্ষা : তথ্য সংশোধন ও ফি প্রদানের সময় বাড়ল
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনকারীদের জন্য তথ্য সংশোধনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৫ ও ৬ জানুয়ারি তাদের অনলাইন প্যানেলে লগইন করে ভর্তি পরীক্ষার কেন্দ্র এবং প্রশ্নপত্রের ভার্সন পরিবর্তন করতে পারবেন।
আজ রোববার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা প্রাথমিক আবেদন সম্পন্ন করেও নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি পরিশোধ করতে পারেননি, তারাও ৫ ও ৬ জানুয়ারি ফি পরিশোধের সুযোগ পাবেন। তবে এই বর্ধিত সময়ে কোনো নতুন আবেদন গ্রহণ করা হবে না। শুধু পূর্বে আবেদনকারীরাই এই সুবিধাগুলো ভোগ করতে পারবেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া গত ২৭ নভেম্বর শুরু হয়ে ৩১ ডিসেম্বর শেষ হয়। এবারের ভর্তি পরীক্ষায় তিনটি ইউনিটে মোট ৯৬ হাজার ৬১২ জন শিক্ষার্থী আবেদন সম্পন্ন করেছেন।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোনো সর্বশেষ তথ্য ও বিস্তারিত নির্দেশনা জানতে আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন পোর্টাল নিয়মিত অনুসরণ করার জন্য কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ফরহাদ হিমু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়