হলি ক্রসের ৭৫ বছর
তিন দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন উদযাপিত
হলি ক্রস গার্লস হাই স্কুল বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যা দীর্ঘদিন ধরে নারী শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন ও সমাজে শিক্ষিত নারীদের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিদ্যালয়টি ১৯৫১ খ্রিষ্টাব্দে সিস্টার আগষ্টিন মারী ও হলি ক্রস সংঘের নিবেদিত প্রাণ সিস্টারদের দ্বারা যাত্রা শুরু করেছিল। শিক্ষা, ঐতিহ্য ও গৌরবের সাথে যাত্রা শুরু করে এই বিদ্যালয়টি ৭৫ বছর বয়সে পৌঁছেছে। গত ১ জানুয়ারি ৭৫ বছরপূর্তি সম্পন্ন হয়।
শিক্ষা, মানবতা, মূল্যবোধ ও সেবার আদর্শে গড়ে ওঠা ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান প্লাটিনাম জুবিলি উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজনের উদ্যোগ নেয়। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অনুষ্ঠানটির প্রথম দিনের অধিবেশন সম্পন্ন হয়েছে। আগামী ৯ ও ১০ জানুয়ারি দ্বিতীয় ও তৃতীয় দিনের অনুষ্ঠঅন উদযাপন সম্পন্ন হবে।
এ অধিবেশনে স্কুলটির প্রাক্তন ছাত্রী, অভিভাবক, শিক্ষক, বিশিষ্ট অতিথিবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে এনটিভি।
প্রথম দিনের অধিবেশনের শুরুতেই পবিত্র ক্রুশ সংঘের ফাদার বাসিল আন্তনী মেরী মরো, হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক সিস্টার আগষ্টিন মারী এর ম্যুরাল এবং বিদ্যালয়ের History Wall উম্মোচন করেন। এরপর বিদ্যালয় সংগীত, বিদ্যালয় প্রার্থনা, জুবলির প্রার্থনা, জাতীয় পতাকা ও বিদ্যালয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
৭৫ বছরের জুবলি উদ্বোধন ঘোষণা দেন, সিস্টার কল্পনা কস্তা, হেড মিস্ট্রেস, হলি ক্রস স্কুল। প্রথম দিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহাধর্ম প্রদেশের মহামান্য আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ ।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্যিক ও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, হলি ক্রস স্কুলের সিনিয়র টিচার ও কনভেনার রোজলীন সারা গোমেজ ও প্রতিষ্ঠানটির হেডমিস্ট্রেস সিস্টার কল্পনা কস্তাসহ প্রমুখ।
অতিথিদের ফুল ও ব্যাচ প্রদান পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ জুবলির বাতি প্রজ্জ্বলন, থিম সং-এর সাথে নাচ, সম্মাননা প্রদান, কেক কাটা ইত্যাদি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রথম দিন উদযাপিত হয়।
বিদ্যালয়ের র্বতমান শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতকি অনুষ্ঠান। এ ছাড়া ৭৫ বছর র্পূতি উপলক্ষে র্বতমান শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্মের প্রর্দশনীর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের বিশিষ্টি ব্যান্ডদল ফ্রাঙ্কলিন ও শিরোনামহীন-এর পরিবেশনা ছিল মনোমুগ্ধকর।

নিজস্ব প্রতিবেদক