হাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ফলাফল জানতে আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (admission.hstu.ac.bd) গিয়ে নিজ নিজ আপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ করা হবে ৩০ থেকে ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এক্ষেত্রে আবেদনকারীকে নির্ধারিত এক হাজার টাকা ফি জমা দিতে হবে। ফি জমার বিস্তারিত পদ্ধতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে।
ভর্তি পরীক্ষায় ৩০ নম্বরের বেশি পাওয়া প্রার্থীদের আগামী ১ থেকে ৪ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে বিষয় পছন্দক্রম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই পছন্দক্রম পূরণের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পছন্দক্রম পূরণ বা ভর্তি সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের হটলাইন নম্বর ০১৭২৯২৬৬২৪৬ অথবা ০১৮২২০২৬২২২ এ যোগাযোগ করতে বলা হয়েছে।
গত ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি তিন দিনে চারটি ইউনিটে হাবিপ্রবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ‘এ’ ইউনিটে উপস্থিতির হার ছিল প্রায় ৮১ শতাংশ, ‘বি’ ইউনিটে ৭৭ দশমিক ৬৪ শতাংশ এবং শেষ দিনে অনুষ্ঠিত ‘সি’ ও ‘ডি’ ইউনিটে সম্মিলিতভাবে গড় উপস্থিতি ছিল ৮০ শতাংশের বেশি।
ভর্তির জন্য মোট এক হাজার ৭৯৫টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে প্রায় ৯৪ হাজার শিক্ষার্থীর।

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)