রাজাকারপুত্রকে চেয়ারম্যান পদে মনোনয়ন না দেওয়ার দাবিতে মানববন্ধন, মিছিল
‘জননেত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন করুন’ স্লোগানে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নে রাজাকারপুত্র শাহেদ আহম্মেদ শওকতকে আওয়ামী লীগ থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার প্রচেষ্টা বন্ধের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে ইউনিয়নবাসী।
গতকাল রোববার দুপুর ১টায় কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সামনে এনএস রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের দ্বিতীয় দফার নির্বাচনে ভেড়ামারার জুনিয়াদহ ইউনিয়নে উপজেলার তালিকাভুক্ত কুখ্যাত রাজাকার পটল আলীর ছেলে শওকত আলীকে আওয়ামী লীগের পক্ষ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া ও দলীয় প্রতীক নৌকা দেওয়ার চেষ্টা চলছে। এই প্রচেষ্টা মেনে নেওয়া হবে না।
মানববন্ধনে বক্তব্য দেন জুনিয়াদহ ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা তফেল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা গোলাম রসুল, নোমাজ মণ্ডল, বাবু গাইন প্রমূখ।
পরে তাঁরা শহরে মিছিল করেন। মিছিলটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে একই দাবিতে জেলা আওয়ামী লীগ বরাবর স্মারকলিপি দেওয়া হয়।