১৩ বছর পর লক্ষ্মীপুরে পাঁচ ইউনিয়ন পরিষদে চলছে ভোটগ্রহণ
সীমানা জটিলতা নিয়ে দীর্ঘ প্রায় ১৩ বছর নির্বাচন স্থগিত থাকার পর লক্ষ্মীপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রোববার (২৮ এপ্রিল) সকাল ৮ টায় ৪৬টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ শফিকুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য আমাদের সব প্রস্তুতি রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।’
সদর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচন চলতে থাকা ইউনিয়নগুলো হলো- দক্ষিণ হামছাদী, দালাল বাজার, বাঙ্গাখাঁ, লাহারকান্দি ও তেওয়ারীগঞ্জ। পাঁচটি ইউনিয়নে মোট ২৮ জন চেয়ারম্যান, ২২৫ জন সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডে ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ সব ইউনিয়নে মোট ভোটার এক লাখ ২২ হাজার ৯২৮ জন।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান বলেন, ‘নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থান নেওয়ার কোনো সুযোগ নেই। স্থানীয়রা অবশ্যই বহিরাগতদের শনাক্ত করতে পারবেন। আমাদেরকে জানালে সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নেবো। বহিরাগতদের দেখলেই তাদেরকে আইনের আওতায় আনা হবে। সুষ্ঠু ভোটগ্রহণের ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।’
নির্বাচন নিয়ে কোনো ধরনের ঝামেলার সৃষ্টি হলে প্রশাসনকে জানালে প্রশাসন কার্যকর ব্যবস্থা নেবে বলেও জানান ডিসি সুরাইয়া জাহান।