চট্টগ্রাম-মুন্সীগঞ্জে ইউপি উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
চট্টগ্রামের হাটহাজারীর চিকনদন্ডী ও মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির আড়িয়ল ইউনিয়ন পরিষদ (ইউপি) এর উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ রোববার (২৭ এপ্রিল) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। একটানা ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে আড়িয়ল ইউনিয়ন পরিষদ (ইউপি) উপনির্বাচনে ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। ১৪ হাজার ৯৩৯ জন ভোটারের এ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় জন প্রার্থী।
উপজেলা নির্বাচন অফিসার এম.কে আহম্মেদ জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে প্রস্তুত নির্বাচন কমিশন। এ ছাড়া ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বৃদ্ধি করতে, ভোটারদের নিরাপত্তার স্বার্থে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
তবে কোনো প্রার্থী কিংবা তার সমর্থকরা কেন্দ্রের নির্বাচনি পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে নির্বাচন স্থগিত করাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নিবে কমিশন।
উপনির্বাচনকে সুষ্ঠু ও সফল করার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও আইনশঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই স্থানীয় সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসলাম হোসেন।
আড়িয়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাদির হাওলাদার মারা যাওয়ায় পদটি শূন্য ছিল। সেই পদে আজ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউপি উপনির্বাচনে কয়েকটি কেন্দ্রে গোলযোগের আশঙ্কা থাকায় বিপুল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে।
বিএনপির স্থানীয় দুই নেতা, আওয়ামী লীগের আট জনসহ ১০ জন চেয়ারম্যান প্রার্থী এ নির্বাচনে অংশ নিয়েছেন। গত ২৭ জানুয়ারি চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান বাচ্চুর মৃত্যুর পর এ পদটি শূন্য ঘোষণা করা হয়।