প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের মনোনয়নপত্র জমা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন নেতারা।
আজ বুধবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় শেখ কবির হোসেন ও শেখ হেলাল উদ্দিন এমপির নেতৃত্বে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের কাছে এ মনোনয়নপত্র দাখিল করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর নির্বাচনি এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
অপরদিকে, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের কাছে এবং সকালে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবা উল আলমের (ইউএনও) কাছে দুই দফায় এ মনোনয়নপত্র দাখিল করা হয়।