ব্যাংকে সাড়ে ৬ কোটি টাকা ঋণ আছে মোহিতের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে প্রথমবারের মতো প্রার্থী হয়েছেন মোহিত উর রহমান। তিনি সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের ছেলে। তিনি ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহিত উর রহমানের হলফনামা বিশ্লেষণে দেখা যায়—তার শিক্ষাগত যোগ্যতা বিএ অনার্স (ইংলিশ)। হলফনামায় পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করেছেন মোহিত উর রহমান। মৎস্য চাষে তার বার্ষিক আয় ২৫ লাখ টাকা। বাড়ি ভাড়া অন্যান্য বাবদ আয় দুই লাখ ২৫ হাজার টাকা। ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচালক হিসেবে সম্মানী ভাতা দুই লাখ ৪০ হাজার টাকা।
মোহিত উর রহমানের অস্থাবর সম্পদের মধ্যে নিজ নামে চার কোটি ১৬ লাখ ৪২ হাজার ৭৮৬ টাকা। বন্ড, স্টক এক্সচেঞ্জ ঋণপত্র ২০ লাখ ৫০ হাজার টাকা। মূল্যবান ধাতুর মধ্যে ৫০ তোলা স্বর্ণ রয়েছে। এ ছাড়া অন্যান্য আয় এক লাখ টাকা আছে বলে উল্লেখ করেন তিনি।
মোহিত উর রহমানের স্থাবর সম্পদের মধ্যে নিজ নামে ১৯৫ দশমিক ৪০ একর কৃষি জমি, যার অর্জনকালীন মূল্য ১৩ লাখ ২৩ হাজার ৩০০ টাকা। শূন্য দশমিক ০৩৬০ একর অকৃষি জমি আছে, যার অর্জনকালীন মূল্য ২১ লাখ ৫৬ হাজার টাকা। এ ছাড়া তার ৬২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের একটি অ্যাপার্টমেন্ট রয়েছে।
আওয়ামী লীগের এই প্রার্থী হলফনামায় ১৯ লাখ পাঁচ হাজার টাকা মূল্যের মৎস্য খামার আছে বলে উল্লেখ করেন। এ ছাড়া কোম্পানির পরিচালক হিসেবে তার আছে ২৫ শতাংশ শেয়ার। তার ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক থেকে নেওয়া ঋণ আছে ২৬ কোটি ৫১ লাখ ১৮ হাজার ৮৬৪ টাকা। সেই হিসাবে তার ব্যাংক ঋণের পরিমাণ ছয় কোটি ৬২ লাখ ৭৯ হাজার ৭১৬ টাকা। তা ছাড়া ময়মনসিংহ কোতয়ালি মডেল থানার একটি হত্যা এবং একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালত থেকে অব্যাহতি পেয়েছেন বলেও হলফনামায় উল্লেখ করেন তিনি।
মোহিত উর রহমানের বাবা একই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোহাম্মদ মতিউর রহমান ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৮৬ ও ২০০৮ সালে ময়মনসিংহ সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।