সাফজয়ী কলসিন্দুরের নারী ফুটবলারদের সংবর্ধনা
সাফজয়ী ময়মনসিংহের কলসিন্দুরের কীর্তিমান নারী ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ধোবাউড়ার কীর্তিমান কিশোরী সংবধর্না আয়োজক কমিটির উদ্যেগে ধোবাউড়া খেলার মাঠে আজ সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় জমকালো আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।
নেপালে ফুটবল মাঠে দাপুটে সানজিদা আক্তার, তহুরা খাতুন, মারিয়া মান্দা, সামসুন্নাহার জুনিয়র, সামসুন্নাহার সিনিয়র, শিউলি আজিমকে এ সংবর্ধনা দেয় ময়মনসিংহবাসী।
বিশেষ অতিথি জাতীয় দলের ফুটবলার আমিনুল হক বলেন, পুরুষ ফুটবলের চেয়ে নারী ফুটবলের সম্ভাবনা প্রত্যাশার চাইতে বেশি। তবে পেশাদারি খেলায় ঘাটতি রয়েছে। বর্তমান সরকার এদিকে নজর দেবে জানিয়ে তিনি বলেন, আল্লাহ আমাদের কবুল করলে আমরা নারী ফুটবলের জন্য সব কিছু করব।
অন্যদিকে আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক প্রধান অতিথি বিএনপিনেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, পতিত স্বৈরাচার সরকার দেশের সব অর্জনকে দলীয়করণ করেছিল। নারী খেলোয়াড়রা ছিল অবহেলিত। এবার বিজয়ীদের যথাযথ মর্যাদা দিতেই আমরা সবাইকে সঙ্গে নিয়ে সার্বজনীন সংবর্ধনার আয়োজন করেছি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলা ভিশনের পরিচালক প্রকৌশলী ইশরাক হোসেন, শিক্ষানুরাগী জাকির হোসেন বাবলু।
এর আগে ফুলের পাপড়ি ছিটিয়ে খেলোয়াড়দের অনুষ্ঠানস্থলে এনে বরণ করা হয়। এরপর মঞ্চে অতিথিরা খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছায় বরণ করেন উপহার দেন ক্রেস্টসহ নগদ অর্থ। অনুষ্ঠানে সংবর্ধিত নারী খেলোয়াড়রা তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
সানজিদা আক্তার বলেন, নিজ এলাকায় অভূতপূর্ব সংবর্ধনা আমাদের পরবর্তীতে আরও ভালো খেলায় অনুপ্রেরণা জোগাবে।
শামসুন্নাহার জুনিয়ার বলেন, নারী ফুটবলের বিকাশে নানা সমস্যা ও বাধা রয়েছে। এসব দূর করা গেলে আরও নতুন খেলোয়াড় তৈরিতে সহায়ক হবে।
মারিয়া মান্দা বলেন, বর্তমানে প্রশিক্ষণের ঘাটতি রয়েছে। আমাদের যারা ট্রেন্ডআপ করেছেন সেসব কোচের সমন্বিত প্রচেষ্টাকে কাজে লাগাতে হবে, তবেই খেলায় পেশাদারত্ব তৈরি হবে। এজন্য প্র্যাকটিস সামগ্রী সরবরাহ এবং দ্রুততম সময়ে প্রস্তাবিত স্টেডিয়াম নির্মাণের দাবি জানান তিনি। কলসিন্দুর তারাকান্দা সড়কের সংস্কারও চান সানজিদা।
অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল অনলাইনে যুক্ত হয়ে বলেন, এলাকার মাঠ খোলোয়ারদের যত্ন নেওয়া হবে। নারী ফুটবলের টিম তৈরির জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তাবিথ আউয়াল। বর্তমান টিম এবং আরও যারা খেলোয়াড় আছে তাদের পারিবারিকভাবে সহায়তা করার আশ্বাসও দেন তাবিথ আউয়াল।
বারবার দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন কলসিন্দুর নারী ফুটবলারদের আর্থিক অস্বচ্ছলতাসহ নানা সমস্যা রয়েছে। খোলোয়ার এবং ফুটবলপ্রেমীরা মনে করেন নারী ফুটবল দলের উত্তরোত্তর সমৃদ্ধি ঘটবে। সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।