কক্সবাজার-১ আসনে নৌকার সালাহউদ্দিনের প্রার্থিতা বাতিল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/12/15/new_project_4.jpg)
প্রার্থিতা ফিরে পেতে কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সালাহউদ্দিন আহমদের আপিল আবেদন নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ক্ষমতাসীন দলের এই নেতার প্রার্থিতা বাতিল হলো।
আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ষষ্ঠ ও শেষ দিনের মতো মনোনয়নপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি হয়। এতে সালাহউদ্দিন আহমদের প্রার্থিতা বাতিল করে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তই বহাল রেখেছেন কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।
এর আগে ঋণ খেলাপি হওয়ায় গত ৩ ডিসেম্বর সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহীন ইমরান সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। একই আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।