দুই শতাধিক আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করছে জাকের পার্টি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াচ্ছে জাকের পার্টি। দুই শতাধিক আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছেন দলটির মনোনীত প্রার্থীরা।
আজ রোববার (১৭ ডিসেম্বর) সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।
শামীম হায়দার বলেন, ‘জাকের পার্টি সারা দেশে ২১৮টি আসনে দলীয় প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। তবে আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দুই শতাধিক আসন থেকে দলীয় প্রার্থীরা সরে দাঁড়াবেন। তবে, কিছু আসনে জাকের পার্টির প্রার্থী থাকবে। সেই সংখ্যাটা দশের কম হবে।’
এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। বিকেল ৪টার মধ্যে বৈধ প্রার্থীরা রিটার্নিং কার্যালয়ে হাজির হয়ে অথবা বার্তাবাহকের মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। আর আগামীকাল সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন (ইসি)। এদিন থেকেই নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা।