ভোটের লড়াইয়ে ১৯৬৭ জন, প্রতীক বরাদ্দ আজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার শেষে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯৬৭ জন। ২৯৮ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৩০৫ জন। আজ বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দিনগত মধ্যরাতে এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।
গত সোমবার ও মঙ্গলবার ২৯৮ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এসব প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। আজ বুধবার প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচনি প্রচার চালাতে পারবেন।
সাধারণত নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচার শুরু করেন প্রার্থী ও তাদের সমর্থকরা। তবে নির্বাচনি আচরণবিধি অনুযায়ী তিন সপ্তাহের বেশি সময় প্রচার করার সুযোগ নেই। বুধবার প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার করলে তিন সপ্তাহের বেশি সময় প্রচার চালানো হয়ে যায়। সেজন্য তফসিল ঘোষণার সময় সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছিলেন, ২২ জানুয়ারি থেকে প্রচার শুরু হবে।
রুহুল আমিন জানান, ২৯৮ আসনে সরে দাঁড়িয়েছেন ৩০৫ জন, আর প্রত্যাহার শেষে এক হাজার ৯৬৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকল।
গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। এতে মনোনয়নপত্র দাখিল করেন দুই হাজার ৫৮৫ জন। বাছাইয়ে ৭২৬ জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থী ছিলেন এক হাজার ৮৫৮ জন। এদের মধ্যে আপিল করেন ৬৩৯ জন। আপিলে প্রার্থিতা ফিরে পান ৪৩১ জন।
আইনি জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনে প্রার্থী চূড়ান্ত হবে পরে। ফলে ৩০০ আসনে প্রার্থী আরও বাড়বে।

নিজস্ব প্রতিবেদক