নির্বাচন পর্যবেক্ষণে ১৬ সদস্যের জাপানি পর্যবেক্ষক দলের আবেদন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে জাপানের ১৬ জনের একটি টিম আবেদন করেছে। জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এ তথ্য জানিয়েছেন। আজ সোমবার (১৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এমন তথ্য জানান।
ইওয়ামা কিমিনোরি বলেন, আমরা মোট ১৬ জনের নিবন্ধন করেছি। কিন্তু, ১৬ জনের সবাই জাপান থেকে নয়। জাপানের তিনজন ও দূতাবাসের অন্যান্যরা। এক্ষেত্রে ১৩ জনের সবাই উপস্থিত থাকবেন না।
নির্বাচন নিয়ে কোনো পরামর্শ দিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে ইওয়ামা কিমিনোরি বলেন, কীভাবে আমরা এই কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হতে পারি তা নিয়ে আলোচনা করেছি। বিস্তারিত কিছু বলতে চাই না।
ইওয়ামা কিমিনোরি বলেন, অবশ্যই নির্বাচনের সময়, নির্বাচনের আগে আমাদের দৃষ্টিভঙ্গি কী তা নিয়ে বিস্তারিত কথা বলতে হবে। আমরা নির্বাচনের বিস্তারিত ব্যবস্থা সম্পর্কে জানতে চাই।