নৌকা ও স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে জামালপুরের সরিষাবাড়ীতে নৌকা ও স্বতন্ত্রপ্রার্থীর (ট্রাক) কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার সরিষাবাড়ী রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
এই ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছে। আহতদের মধ্যে মিঠু (২৬) নামে স্বতন্ত্রপ্রার্থীর এক সমর্থককে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন এলাকায় স্বতন্ত্রপ্রার্থী (ট্রাক) তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদের সমর্থক মিঠুর সঙ্গে আওয়ামী লীগদলীয় প্রার্থী মাহবুবুর রহমান হেলালের (নৌকা) সমর্থক লুৎফর রহমানের দলীয় প্রতীক নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে স্বতন্ত্রপ্রার্থীর সমর্থক মিঠুকে মারধর করে নৌকার সমর্থকরা। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সরিষাবাড়ী স্টেশন চত্বরে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এ বিষয়ে স্বতন্ত্রপ্রার্থী অধ্যক্ষ আব্দুর রশিদ বলেন, নৌকার সমর্থকরা আমার কর্মী মিঠুকে অতর্কিতভাবে হামলা করে গুরুতর আহত করেছে। এ ছাড়া ফারুক হোসেন নামে আরেক কর্মীকেও মারধর করেছে। হামলায় আহত মিঠু সরিষাবাড়ী উপজেলা হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অপরদিকে, নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল বলেন, পরিকল্পিতভাবে নৌকার সমর্থক বেলালের ওপর আক্রমণ চালালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক সময় বেলাল ও লুতফর গুরুতর আহত হয়।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা মুখোমুখি অবস্থান নিলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।