ইনুর আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা স্বতন্ত্র প্রার্থীর
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/12/26/kussttiyyaa_0.jpg)
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. সরদার মো. মুসতানজীদ নির্বাচন থেকে পারিবারিক কারণে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডা. মুসতানজীদ।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কেতলি প্রতীক পেয়েছিলেন ডা. মুসতানজীদ। সংবাদ সম্মেলনে তার স্ত্রী ও সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ডা. মুসতানজীদ বলেন, ‘গত ১৯ তারিখে ভাই সরওয়ারদী ফেমাস মারা যান। তিনি নির্বাচনসহ প্রায় সবকিছু দেখভাল করতেন। এ কারণে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
তবে অন্য কোনো প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দেননি ড. মুসতানজীদ।
আসনটিতে ১৪ দলের প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। এ ছাড়াও আওয়ামী লীগ নেতা কামারুল আরেফিনসহ চারজন স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।