অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিদেশিরা বিশ্বাসযোগ্য বলে স্বীকৃতি দেবে : ইসি সচিব
বিদেশিরা প্রথমে অংশগ্রহণমূলক বললেও নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হলে বিশ্বাসযোগ্য হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
জাহাংগীর আলম বলেন, ‘প্রত্যেকের প্রতি বার্তা একটাই। সারা বিশ্ব আমাদের এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তারা প্রথমে অংশগ্রহণমূলক বললেও পরবর্তীতে তিনটি শব্দের প্রতি জোর দিচ্ছেন- ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল। যদি আমরা এই নির্বাচনটাকে ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল করতে পারি, তাহলে তারা ক্রেডিবল বলে স্বীকৃতি দেবে।’
কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশে সচিব বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করার লক্ষ্যে নির্বাচন কমিশনাররা জেলা পর্যায়ে গিয়ে প্রত্যেক প্রার্থী বা তার বৈধ প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে নির্বাচনের সাথে যারা সম্পর্কিত থানার ওসি থেকে শুরু করে সকলের সাথে সরাসরি মতবিনিময় করেছেন। পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে প্রধান নির্বাচন কমিশনারও ওসি ও ইউএনও থেকে শুরু করে সকলের সঙ্গে মতবিনিময় করেছেন।’
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, অর্থবিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, মন্ত্রিপরিষদের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।