মৌলভীবাজার-২
জিনদের বলে দিয়েছি, ভোটে যেন কারচুপি না হয় : ইসলামী ঐক্যজোট প্রার্থী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/01/06/islaamii_aikyjott.jpg)
মৌলভীবাজার-২ আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা আছলাম হোসাইন রহমানী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ছবি
অভিনব পদ্ধতিতে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন মৌলভীবাজার-২ আসনে ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী। বিভিন্ন এলাকায় ভোট চাইতে গিয়ে তিনি ঝাড়-ফুঁক ও পানি পড়া দিয়ে ভোটারদের আকৃষ্ট করছেন। তারই ধারাবাহিকতায় এবার তিনি বলছেন, ‘ভোটে যেন কারচুপি না হয় এজন্য জিনদের বলে দিয়েছি। কেউ ভোট চুরি করতে পারবে না।’
আজ শনিবার (৬ জানুয়ারি) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে মাওলানা আছলাম হোছাইন রহমানী এসব কথা বলেছেন।
মাওলানা আছলাম হোছাইন রহমানী বলেন, আমার এখানে শুধু মানুষ এজেন্ট থাকবে না, জিনরাও কাজ করবে। এজেন্ট তো থাকবেই, সঙ্গে জিনরাও খবর দেবে—ভেতরে কোনো কারচুপি হচ্ছে কি না।
মাওলানা আছলাম হোসাইন রহমানী ইসলামী ঐক্যজোটের সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি। তার প্রতীক মিনার।