পাঙাল সাহিত্য সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু
মৌলভীবাজারের কমলগঞ্জে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে বসবাসরত একমাত্র মুসলিম নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী মণিপুরী মুসলিম বা পাঙাল সম্প্রদায়ের সাহিত্য চর্চার প্ল্যাটফর্ম ‘পাঙাল সাহিত্য সংসদ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মণিপুরী ও বাংলা সাহিত্যের বিকাশে এই সংগঠনটি কাজ করবে।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার আদমপুরের তেতইগাঁও মণিপুরী কালচারাল কমপ্লেক্স হলরুমে এই অভিষেক অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি, কবি ও লেখক সাজ্জাদুল হক স্বপনের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক কবি হুমায়ুন রেজা সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, বরেণ্য কবি ও লোকগবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ।
বাংলা ও মণিপুরী ভাষার কবি ও লেখকদের উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আব্দুল মজিদ চৌধুরী, লেখক ও গবেষক হাজী আব্দুস সামাদ এবং ভারত থেকে আগত প্রখ্যাত লেখক ও গবেষক ড. আবুল খায়ের চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এম এম আহমদ, প্রকৌশলী রেজাউল করিম, বাংলা একাডেমির ফেলো কবি এ কে শেরাম, লেখক ও গবেষক আহমদ সিরাজ, কবি ও লেখক আকমল হোসেন নিপু এবং কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন।
অনুষ্ঠানের শুরুতে ভারত থেকে আগত অতিথি ড. আবুল খায়ের চৌধুরী, অ্যাডভোকেট এম এম আহমদ এবং প্রকৌশলী মো. রেজাউল করিমকে পাঙাল সাহিত্য সংসদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠের পাশাপাশি স্মারক সংকলন ‘খোন্থোক’ এবং কবি রওশন আরা বাঁশীর মণিপুরী ভাষায় রচিত গ্রন্থ ‘নীংশিংবগী ঈথক ইপোম’-এর মোড়ক উন্মোচন করা হয়। এ সময় বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আহাদ মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)