ব্যালটে নৌকার সিল, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার
কুমিল্লা-৪ আসনে ব্যালটে নৌকা প্রতীকে জোর করে সিল মারার অভিযোগ ওঠার পর সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রেহানা বেগমকে প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার (৭ জানুয়ারি) সকালে গুনাইঘর ইউনিয়নের পদ্মকুট গ্রামের পদ্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আব্দুর রব।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রটির ৬ নম্বর বুথে গিয়ে ভোটাররা দেখেন আগে থেকেই ব্যালটে নৌকার সিল মারা হয়ে গেছে। তা প্রিজাইডিং কর্মকর্তাকে জানানো হয়। পরে সেখানে যান ওই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ দায়িত্বরত ম্যাজিস্ট্রেট। পরে ওই ব্যালট বাক্স ও ব্যালট বই সরিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আব্দুর রব বলেন, ‘ওই ব্যালট বই এবং ব্যালট বাক্সটি সরানো হয়েছে। এ ছাড়াও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে৷’