আঘাত করলে আমরা বসে থাকব না : মমতাজ
‘আমাদের উপর আঘাত করলে, আমরা ঘরে বসে থাকব না, আওয়ামী লীগ ঘরে বসে থাকবে না। আমার ৫০ জন কর্মীর উপর হামলা হয়েছে। থানায় অভিযোগ দিয়েছি। এখনও কেউ গ্রেপ্তার হয়নি।’
আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম গ্রামে নিজ বাসভবনে নির্বাচন পরবর্তী কর্মিসমাবেশে কণ্ঠশিল্পী মমতাজ বেগম এ কথা বলেন।
এ সময় কর্মী-সমর্থকদের উদ্দেশে মমতাজ বলেন, আমার জনগণের জন্য আমি খাটতে রাজি আছি। আমার যদি কোনো মোকাবিলা করতে হয় রাজপথে দাঁড়িয়ে মোকাবিলা করব। জেল-জুলুম-অত্যাচার কোনো কিছু আমাকে দাবায়ে রাখতে পারবে না। আপনাদের সঙ্গে রাজপথে হাঁটার মানুষ আমি।
নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করলেও মমতাজ বেগম দাবি করেন, তার নিজ নির্বাচনি তিনটি ইউনিয়নে অস্বাভাবিক ভোট দেখানো হয়েছে। কালো টাকা দিয়ে বিএনপির ভোট কিনে অস্বাভাবিক ভোট দেখানো হয়েছে। এ বিষয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নিবেন। এই অস্বাভাবিক ভোটেই তাঁকে হারানো হয়েছে।