সরস্বতী পূজায় মানিকগঞ্জে সম্প্রীতির উৎসব
মানিকগঞ্জে সরস্বতী পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী ও আনন্দঘন এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। দিঘী কালিবাড়ি নবীন সংঘের আয়োজনে নাচ, গান ও বাদ্যযন্ত্রের তালে তালে রঙিন সাজে মুখর হয়ে ওঠে মানিকগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক। শত বছরেরও বেশি পুরোনো এই ঐতিহ্যবাহী র্যালিটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ও উৎসাহ জাগিয়েছে।
গতকাল শনিবার (২৪ জানুয়ারি) রাতে র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আফরোজা খানম রিতা। উদ্বোধনকালে তিনি আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, সরস্বতী পূজার এই মহা আনন্দঘন আয়োজন দেখে আমি মুগ্ধ ও বিমোহিত। এ ধরনের সুন্দর ও সম্প্রীতির আয়োজন যেন ধারাবাহিকভাবে বজায় থাকে, সে জন্য আমি সব সময় পাশে থাকব এবং আমার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজক কমিটি জানায়, জেলা শহর ও শহরতলীর বিভিন্ন এলাকা থেকে অসংখ্য প্রতিমা নিয়ে ভক্তরা এই শোভাযাত্রায় অংশ নেন। দীর্ঘ পথজুড়ে নাচ-গান ও আনন্দ- উচ্ছ্বাসে এগিয়ে চলে এই বর্ণিল র্যালি। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজারো শিশু, নারী ও পুরুষ এই উৎসব উপভোগ করেন। মানিকগঞ্জের এই আয়োজন কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি জেলার সংস্কৃতি, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীকে পরিণত হয়েছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ