ময়মনসিংহ সিটি নির্বাচনে ভোটারদের সরব উপস্থিত
ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শহরের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে। কেন্দ্রগুলোতে পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি অপেক্ষাকৃত বেশি। তবে সময়ের সাথে সাথে ভোটারদের উপস্থিতি আরও বাড়ছে। শহরজুড়ে বিভিন্ন কেন্দ্রে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ভোট দিয়েছেন। প্রার্থীরা নিজেরাই বলেছেন ভোট সুষ্ঠু হচ্ছে। তবে ভোটগ্রহণ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হওয়ায় প্রার্থীদের কেউ কেউ বিপাকে পড়েছেন বলে জানান।
ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে র্যাব, পুলিশ, বিজিবিসহ পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে। প্রতি কেন্দ্রে পাঁচজন পুলিশ ও ১২ জন আনসার সদস্যসহ ১৭ জনকে নিযুক্ত করা হয়েছে। প্রতি কেন্দ্রের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিন কেন্দ্র মিলে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিযুক্ত করা হয়েছে।
সকালে মেয়র প্রার্থী ইকরামুল হক প্রিমিয়ার আইডিয়াল কেন্দ্রে, সাদেকুল হক খান এডওয়ার্ড স্কুলে, এহতেশামুল আলম মুসলিম বালিকা স্কুল এন্ড কলজে, জাতীয় পার্টির শহীদুল ইসলাম স্বপন মৃত্যুঞ্জয় শিশু নিকেতন কেন্দ্রে ভোট দিয়েছেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ময়মনসিংহ সিটির মোট ভোটার ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। ১২৮টি ভোট কেন্দ্রের ৯৯০টি ভোটকক্ষে একযোগে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায় এবং তা কোনো বিরতি ছাড়াই চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট কক্ষ অনুপাতে দেড়গুণ ভোটিং মেশিন দেওয়া হয়েছে যাতে কোনো মেশিন নষ্ট হলে দ্রুত পরিবর্তন করা যায়।