ময়মনসিংহ থেকে ঢাকামুখী নেতাকর্মীর ঢল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ময়মনসিংহের ১৩ উপজেলা থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর ঢল নেমেছে। আজ বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল থেকেই শুরু হয়েছে ঢাকামুখী নেতাকর্মীর ঢল।
জামালপুর থেকে আসা ‘জামালপুর স্পেশাল ট্রেন’ নামে একটি বিশেষ ট্রেন ময়মনসিংহ হয়ে ঢাকায় যাবে। এই ট্রেন ছাড়াও প্রায় পাঁচ শতাধিক বাস দেড় শতাধিক ব্যক্তিগত গাড়িসহ অন্যান্য যানবাহন দিয়ে ঢাকায় যাবেন নেতাকর্মীরা।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান সরকার রুকন জানান, ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় পা রাখবেন। তাকে এক নজর দেখার জন্য জেলার ১৪টি থানা থেকে এক লাখের অধিক নেতাকর্মী ঢাকায় যাবেন। অনেকেই পৌঁছেছেন আজই।
ঢাকার পথে যেতে ময়মনসিংহ জংশন স্টেশনে কথা হয় নেতাকর্মীদের সাথে। তাদের প্রিয় নেতাকে কাছ থেকে দেখার সুযোগ পেতে উচ্ছসিত নেতাকর্মীরা।
জামালপুর স্পেশাল ট্রেনটি আগামীকাল বৃহস্পতিবার ভোর ৫টায় জামালপুর থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে। সকাল সোয়া ৬টায় ময়মনসিংহে পৌঁছাাবে। সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ট্রেনটি একই দিন ঢাকা থেকে সন্ধ্যা ৭টায় জামালপুরের উদ্দেশে যাত্রা করবে এবং দিনগত রাত ১টা ৪৫ মিনিটে জামালপুর পৌঁছাবে। ট্রেনটি ময়মনসিংহ, গফরগাঁও, জয়দেবপুর ও বিমানবন্দন স্টেশনে যাত্রাবিরতি দিয়ে নেতাকর্মীদের বহন করে ঢাকায় পৌঁছাবে। ট্রেনটিতে ১০টি কোচে মোট ৫৩০টি আসন রয়েছে। ট্রেনটির ভাড়া নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৬ হাজার ৫৬৩ টাকা। ইতোমধ্যে ট্রেনের সমুদয় ভাড়া পরিশোধ করা হয়েছে।
ময়মনসিংহ কেন্দ্রীয় বাস টার্মিনাল, পাটগুদাম বাস টার্মিনাল ছাড়াও সব উপজেলা থেকে যাত্রীবাহী বাসে করে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। অনেক নেতাকর্মী এসব বাহনে আজই ঢাকায় গিয়েছেন, অনেকেই রওনা হয়েছেন।

আইয়ুব আলী, ময়মনসিংহ