নির্বাচন নিয়ে সরকার কোনো চাপেই নতি স্বীকার করবে না : সিআর আবরার
নির্বাচন নিয়ে সরকার কোনো চাপেই নতি স্বীকার করবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে পোশাককর্মী দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনার খোঁজ নিতে এসে সাংবাদিকদের এ মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা।
শিক্ষা উপদেষ্টা বলেন, বর্তমানের কিছু দুষ্কৃতকারী গোষ্ঠী বিভাজন সৃষ্টি ও অস্থিরতা উসকে দেওয়ার চেষ্টা করছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। এবং এগুলো সফল হতে দেওয়া যাবে না। এ ধরনের সহিংসতার বিরুদ্ধে সরকার তার পূর্ণ আইনি শক্তি প্রয়োগ করবে। এ ছাড়া প্রধান উপদেষ্টার নির্দেশে দীপু চন্দ্র দাসের পরিবারের পাশে থেকে পরিবারের সদস্যদের দেখভালের দায়িত্ব সরকার গ্রহণ করেছে বলেও জানান তিনি।
উপদেষ্টাকে পেয়ে কান্নার ভেঙে পড়ে দিপুর পরিবারের সদস্যরা। শোকসন্তপ্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা।
নির্বাচন প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা বলেন, সরকার নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ। যতরকমের অপচেষ্টা হোক না কেন, নির্বাচনে কোনো রকম প্রভাব ফেলতে পারবে না। কোনো চাপেই নতি স্বীকার করবে না সরকার।
শিক্ষা উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের মানুষ পারস্পরিক সম্পর্ক ও সম্মান নিয়ে একত্রে বসবাস করে আসছে। আমরা সব ধর্ম, জাতিগোষ্ঠী পরস্পর সম্মানের সঙ্গে চলি যতক্ষণ না অন্যের প্রতি সম্মান বজায় রেখে করা হয়। মতভেদ বা আপত্তির মুহূর্তেও কোনো ব্যক্তি আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার রাখে না। বাংলাদেশ একটি আইন শাসিত রাষ্ট্র। অভিযোগ এবং দায় নির্ধারণ করা একমাত্র রাষ্ট্রের। বিশ্বাস বা মতের পার্থক্য কখনোই সহিংসতার কারণ হতে পারে না। দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড একটি ঘৃণ্য আপরাধ। এর কোনো অজুহাত নেই। আমাদের সমাজে এর কোনো স্থান নেই। বাংলাদেশ সরকার এই সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছে। অভিযোগ, গুজব বা বিশ্বাসযোগ্য পার্থক্য কখনোই এই ধরনের বর্বরতার অজুহাত হতে পারে না। আইনের শাসন বজায় রাখা রাষ্ট্রের দায়িত্ব। ঘটনার সঙ্গে জড়িত ১২ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে এবং যারা দায়ী তাদের সবাইকে আইনের মাধ্যমে বিচার করা হবে। এ ধরনের সহিংসতার বিরুদ্ধে আইন তার পূর্ণ শক্তি প্রয়োগ করবে। ধর্ম বা পরিচয় নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ। রাষ্ট্র আইনশৃঙ্খলা বাহিনী এবং সমাজ এক সঙ্গে কাজ করে নিশ্চিত করবে সহিংসতা কখনও সহ্য করা হবে না।
এর আগে দিনভর বিভিন্ন মানবাধিকার সংগঠনের পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক সনাতনী সংগঠনগুলো দিপু দাসের পরিবারের খোঁজখবর নেয়।

আইয়ুব আলী, ময়মনসিংহ