ঢাকায় নিয়োগ দেবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে ‘অ্যাডভোকেসি অ্যান্ড জেন্ডার অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
অ্যাডভোকেসি অ্যান্ড জেন্ডার অফিসার।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল সায়েন্স বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে আবেদন করতে চাইলে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাডভোকেসি, সোশ্যাল অ্যাকাউন্টিব্লিটি অ্যান্ড জেন্ডার বিষয়ে জানাশোনা থাকতে হবে। মোটরবাইক চালনায় দক্ষতা থাকতে হবে। বিশেষ করে চাইল্ড লেবার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট ও ইমেইল আদান প্রদানের কাজে দক্ষতা থাকতে হবে। প্রার্থীর বয়স কমপক্ষে ২৮ বছর হতে হবে।
কর্মস্থল
ঢাকা।
বেতন
৫০,০০০-৬০,০০০/-টাকা। মোবাইল বিল, সাপ্তাহিক দুই দিন ছুটি, টিএ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী যোগ্য প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
১০ ডিসেম্বর, ২০২২।
সূত্র : বিডিজবস।