তিন বিভাগে নিয়োগ দেবে সাউথ বাংলা ব্যাংক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (এসবিএসি)। ব্যাংকটিতে ‘রিজিওনাল হেড’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
রিজিওনাল হেড।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/ শ্রেণি থাকা যাবে না। ম্যানেজার অ্যান্ড রিকোভারি সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে রিজিওনাল হেড হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও প্রার্থীকে সব মিলিয়ে ব্যাংকিং খাতে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্রাঞ্চ ম্যানেজার, ব্যাংকিং অপারেশন, বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড রিকোভারি সংক্রান্ত কাজের ধারণা থাকতে হবে।
কর্মস্থল
চট্টগ্রাম, খুলনা, রাজশাহী।
বেতন
আলোচনা সাপেক্ষে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে (লিংক) আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
২১ জুলাই, ২০২২।
সূত্র :বিডিজবস।